Chandrasekhar Rao: হায়দরাবাদে তেলেঙ্গানা প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও

হায়দরাবাদ, ২ জুন(হি.স) : বুধবার হায়দরাবাদে অনুষ্ঠিত তেলেঙ্গানা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। তিনি আগে বলেছিলেন, মানুষের ত্যাগের কারণে তেলেঙ্গানা গঠন সম্ভব হয়েছিল।

তেলেঙ্গানা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সরকার জনগণের সুবিধার্থে সম্পাদিত উন্নয়নমূলক কাজগুলি তুলে ধরে একটি ১৭২ পৃষ্ঠার ‘প্রগতি প্রতিবেদন’ প্রকাশ করেছেন। প্রতিবেদনে সরকার সেই পরিকল্পনাগুলি নির্ধারণ করেছে, শাদি মোবারক, কেসিআর কিটস, কল্যাণ লক্ষ্মী, রিথু বিমা, রাইথু বন্ধু, আশারা পেনশনের মাধ্যমে রাজ্যের জনসংখ্যার একটি বড় অংশকে উপকৃত হয়েছে। .প্রতিবেদন অনুসারে, প্রায় ৬৩ লক্ষ কৃষক বছরে দুবার রাইথুবন্ধু পাচ্ছেন।তেলেঙ্গানা আনুষ্ঠানিকভাবে ২০১৪ সালের ২ জুন গঠিত হয়েছিল। আর এই কারণে দিনটি তেলেঙ্গানা দিবস বা তেলেঙ্গানা গঠন দিবস হিসাবে পালিত হয়।
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে তেলেঙ্গানার জনগণকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “তেলেঙ্গানার আমার বোন ও ভাইদের শুভেচ্ছা। তেলেঙ্গানার জনগণ কঠোর পরিশ্রম এবং জাতীয় অগ্রগতির প্রতি অতুলনীয় উৎসর্গের সমার্থক। রাজ্যের সংস্কৃতি বিশ্ববিখ্যাত। আমি তাদের মঙ্গল কামনা করি।”