Emperor Prithviraj : উত্তরপ্রদেশের পর মধ্যপ্রদেশেও করমুক্ত হল ‘সম্রাট পৃথ্বীরাজ

ভোপাল, ২ জুন(হি.স) : উত্তরপ্রদেশের পর মধ্যপ্রদেশেও করমুক্ত করা হল বলিউড অভিনেতা অক্ষয় কুমারের ছবি ‘সম্রাট পৃথ্বীরাজ’। রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ছবিটিকে করমুক্ত করার ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শিবরাজ টুইট করে লিখেছেন, মধ্যপ্রদেশেও মহান যোদ্ধা সম্রাট পৃথ্বীরাজ চৌহানের জীবনের উপর ভিত্তি করে অক্ষয় কুমার অভিনীত সম্রাট পৃথ্বীরাজ চলচ্চিত্রটি করমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। তরুণরা মহান সম্রাটের জীবন দেখে মাতৃভূমির প্রতি শ্রদ্ধা ও আরও ভালোবাসা জাগাবে।
এর আগে উত্তরপ্রদেশে অক্ষয় কুমারের এই ছবিকে করমুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বৃহস্পতিবার লখনউতে ছবিটির একটি বিশেষ স্ক্রীনিং দেখার পরে তিনি ছবিটিকে করমুক্ত করার কথা ঘোষণা করেন।