শ্রীনগর, ২ জুন (হি.স.): জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় ভাড়া নেওয়া একটি গাড়িতে বিস্ফোরণে আহত হয়েছেন ৩ জন সেনা জওয়ান। তাঁদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার ভোররাত আনুমানিক তিনটে নাগাদ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেডো থেকে একটি অভিযান শুরু করা হয়েছিল, পাতিটোহালানে তল্লাশি চালানোর জন্য।
সেই স্থানে যাওয়ার সময় সেডো থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভাড়া নেওয়া গাড়িতে বিস্ফোরণ হয়। ওই গাড়িতেই তল্লাশি চালানোর জন্য যাচ্ছিলেন জওয়ানরা। বিস্ফোরণে ৩ জন সেনা জওয়ান আহত হয়েছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আইইডি অথবা গ্রেনেড কিংবা গাড়ির ব্যাটারির কারণে বিস্ফোরণ হতে পারে। আহত সেনা জওয়ানদের প্রথমে জেলা হাসপাতাল ও পরে শ্রীনগরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, ভাড়া নেওয়া একটি গাড়িতে বিস্ফোরণে আহত হয়েছেন ৩ জন সেনা জওয়ান। বিস্ফোরণের প্রকৃতি ও উৎস (গ্রেনেডের কারণে বিস্ফোরণ অথবা গাড়ির ভিতরে লাগানো আইইডি কিংবা ব্যাটারির ত্রুটি) জানতে তদন্ত শুরু হয়েছে।

