আগরতলা, ১ জুন (হি. স.) : ত্রিপুরায় উপনির্বাচনকে ঘিরে শাসক সহ বিভিন্ন দলে ভাঙ্গন ধরাতে আপ্রাণ প্রয়াস চালিয়েছে কংগ্রেস। আজ বিভিন্ন দল ছেড়ে কংগ্রেসের পতাকা তলে সামিল হন অনেকেই। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিন সিপিআইএম, বিজেপি, তৃণমূল কংগ্রেস থেকে ৮৪ জন কংগ্রেস দলে যোগদান করেন বলে জানিয়েছেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী সুদীপ রায় বর্মণ। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দলে স্বাগত জানান কংগ্রেস নেতৃবৃন্দ।
এদিন সাংবাদিক সম্মেলনে সুদীপ বাবু বলেন, দেশের সব অংশের মানুষের স্বার্থে কাজ করে একমাত্র কংগ্রেস। কমিউনিস্টরাও তা উপলব্ধি করতে পেরেছে। স্বাধীনতার পর যত জনকল্যাণমুখী প্রকল্প দেশে কার্যকর হয়েছে, সবগুলোই কংগ্রেসের অবদান বলে তিনি দাবি করেছেন। শ্রী বর্মণ বলেন, উপনির্বাচনের পূর্বে বহু হেভিওয়েট নেতৃত্ব কংগ্রেসে যোগদান করতে চলেছেন। তাসের ঘরের মতো ভেঙে যাবে বিজেপি। কারণ মানুষ বুঝতে পারছেন কংগ্রেস ছাড়া বিকল্প নেই দেশে। কমিউনিষ্টরাও তা ভালোই বুঝতে পারছেন।তিনি জানান, আজ সিপিআইএম থেকে ৫০ জন, বিজেপি থেকে ২৫ জন এবং তৃণমূল কংগ্রেস থেকে ৯ জন নেতৃত্ব কংগ্রেসের শামিল হয়েছেন। তাঁদের মধ্যে ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের ভাইও রয়েছেন।

