আগরতলা, ১ জুন৷৷ পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে চলছে জনসংযোগ কর্মসূচি৷ তারই অঙ্গ হিসাবে বুধবার ১৪ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার অসুস্থ হরিপদ চক্রবর্তীকে দেখতে হাসপাতালে গেলেন বর্তমান কাউন্সিলার স্নিগ্ধা দাস দেব৷ তিনি হরিপদ বাবুর শারীরিক অবস্থার খোঁজ নেন৷
কাউন্সিলার স্নিগ্ধা দাস দেব জানান, তিনি জানতে পেরেছেন প্রাক্তন কাউন্সিলার অসুস্থ৷ তার ডায়ালাইসিস চলছে৷ তাই তাকে দেখতে এসেছেন৷ এদিন কাউন্সিলর আরও জানিয়েছেন, নিয়মিত ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ করা হচ্ছে৷ এছাড়াও রয়েছে একটি যোগাযোগের ফোন নম্বর৷ সেই নাম্বারে ফোন করে অসুবিধা সম্পর্কে জানালেই প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করা হচ্ছে৷