মুম্বই, ১ জুন (হি. স.) : বুধবারও নিম্নমুখী শেয়ারবাজার । এদিন ১৮৫ পয়েন্ট খুঁইয়ে সাড়ে ৫৫ হাজারের নিচে নেমেছে সেনসেক্স । আর প্রায় ৬২ পয়েন্ট খুঁইয়েছে নিফটি। দু’দিনে প্রায় ৫৪৫ পয়েন্ট খোয়াল সেনসেক্স । মঙ্গলবারের পর বুধবারেও শেয়ারবাজারের ধসে দুঃশ্চিন্তায় বিনিয়োগকারীরা।
মঙ্গলবার আচমকাই মুখ থুবড়ে পড়ে বাজার। ৩৫৯ দশমিক ৩৩ পয়েন্ট খুঁইয়ে ৫৫ হাজার ৫৬৬ দশমিক ৪১ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। আর ৭৬ দশমিক ৮৫ পয়েন্ট খুঁইয়ে নিফটি বন্ধ হয়েছিল ১৬ হাজার ৫৮৪ দশমিক ৫৫ পয়েন্টে। বাজার বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, যেহেতু বিকেলের দিকে জিডিপি ঘোষণা করা হবে, তাই খুব সাবধানতা অবলম্বন করেছেন বিনিয়োগকারীরা। কিন্তু বুধবার আগের দিনের চেয়ে প্রায় ১০০ সূচক কম নিয়েই শুরু হয়েছিল বাজার। তারপরে ঢিমেতালেই চলছিল কয়েক ঘন্টা। দুপুরের পরে আচমকাই হুড়মুড়িয়ে নামতে থাকে সেনসেক্স। এক সময়ে ৫৫ হাজারের গণ্ডির নিচে যাওয়ারও আশঙ্কা দেখা গিয়েছিল। যদিও শেষ বেলায় সেই ধাক্কা অনেকটা সামাল দিয়ে ঘুরে দাঁড়াতে পেরেছে। তবে পতন এড়াতে পারেনি সেনসেক্স ও নিফটি।