Rahul Gandhi : বলিউড গায়ক কে কে-র মৃত্যুতে শোক প্রকাশ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ১ জুন(হি.স) : সুপরিচিত বলিউড গায়ক কৃষ্ণকুমার কুন্নাথের (কে কে) অকাল মৃত্যুতে বুধবার শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁকে সবচেয়ে বহুমুখী প্রতিভা গায়কদের একজন হিসাবে বর্ণনা করেছেন, যাঁর প্রাণময় কণ্ঠ অনেক স্মরণীয় গান দিয়েছে বলে তিনি বর্ণনা করেছেন। এদিন তিনি টুইটে লিখেছেন, “গত রাতে তার অকাল মৃত্যুর খবরে মর্মাহত। তার পরিবার এবং বিশ্বজুড়ে ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।” এছাড়া কংগ্রেসের মুখ্য মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেছেন, “বহুমুখী প্রতিভার কণ্ঠস্বর, প্রেমের আকাঙ্ক্ষা এবং সুরেলা গানগুলির সব এক হয়ে গেছে।”

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় একটি কনসার্টের পরে হোটেলে ফিরে অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিতসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কে কে একজন ভার্স্টাইল গায়ক, যিনি হিন্দি ভাষা ছাড়াও তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালম, মারাঠি এবং বাংলা সহ অন্যান্য ভাষার গান গেয়েছেন। কেকে-র মৃত্যুর ঘটনায় কলকাতা পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে।