নয়াদিল্লি, ১ জুন (হি.স.): ভারতের জলপাইগুড়ি ও বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে আন্তঃদেশীয় ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেনের বাণিজ্যিকভাবে যাত্রা শুরু। বুধবার সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও বাংলাদেশের রেলমন্ত্রী মহম্মদ নূরুল ইসলাম সুজন সবুজ পতাকা নেড়ে মিতালী এক্সপ্রেসের শুভ সূচনা করেছেন। মিতালী এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান দিল্লি থেকে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশের রেলমন্ত্রীও।
মিতালী এক্সপ্রেসের শুভ সূচনা হওয়ার পর ভারত ও বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ হয়েছে। এর আগে গত সোমবারই মিতালী এক্সপ্রেসের ট্রায়াল রান হয়েছে। মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেসের পর এবার মিতালী এক্সপ্রেস- ভারত ও বাংলাদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ করতেই এই প্রয়াস। এদিন মিতালী এক্সপ্রেসের শুভ সূচনা করার পর ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, “মিতালী এক্সপ্রেস ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব বাড়াতে, এই বন্ধনকে আরও শক্তিশালী করতে, এই সম্পর্কের উন্নতিতে আরও একটি মাইলফলক হবে।” তাঁর কথায়, “ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক উভয় দেশের ঐতিহ্যের ভিত্তিশীল। আমাদের উভয় দেশে যে প্রগতি হয়েছে তা বর্তমানে সর্বস্তরে দুই দেশের মধ্যে নিবিড় বন্ধুত্বের মাধ্যমে অনেক বড় আকারে ত্বরান্বিত হয়েছে।”
মিতালী এক্সপ্রেস ট্রেনটি ভারতের নিউ জলপাইগুড়ি থেকে বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে চলাচল করবে। ট্রেনটি ভারতের হলদিবাড়ি-বাংলাদেশের চিলাহাটি রুট দিয়ে চলাচল করবে। ট্রেনের পরিচালন সময় ৯ ঘণ্টা ৫৫ মিনিট। নিউ জলপাইগুড়ি বেলা ১১টা ৪৫ মিনিটে (আইএসটি), ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছবে রাত ১০টা ৩০ মিনিটে (বিএসটি)। একই ভাবে ঢাকা ক্যান্টনমেন্ট ছাড়বে রাত ৯টা ৫৯ মিনিটে (বিএসটি), নিউ জলপাইগুড়ি পৌঁছাবে সকাল ৭টা ১৫ মিনিটে। ট্রেনটি সপ্তাহে দু’দিন চলাচল করবে। ভারত থেকে রবি ও বুধবার, বাংলাদেশ থেকে সোম ও বৃহস্পতিবার। ট্রেনের ভাড়া এসি বার্থ ৫ হাজার ২৫৫ টাকা, এসি সিট ৩ হাজার ৪২০ টাকা এবং এসি চেয়ার ২ হাজার ৭৮০ টাকা।