আগরতলা, ১ জুন৷৷ নাশকতার আগুনে ভস্মীভূত এক পরিবারের বসতঘর৷ ঘটনা কৈলাশহর মহকুমার নুনাছড়া এলাকায়৷
জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে কর্ণজয় রিয়াং-র বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে৷ সেই সময় কর্ণজয় রিয়াং সহ পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় ছিলেন৷ ঘরে আগুন দেখতে পেয়ে কোন রকমে নিজেদের প্রাণ রক্ষা করে বাইরে বেরিয়ে এসে চিৎকার শুরু করলে আশপাশের বাড়ি ঘরের লোকজন ছুটে এসে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের খবর পাঠায়৷
অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন৷ কিন্তু তাঁরা ঘটনাস্থলে আসার আগেই কর্ণজয় রিয়াং-র বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়৷ তাঁদের অভিযোগ, এটি নাশকতামূলক অগ্নিসংযোগ৷ কিন্তু কারা এই অগ্নিসংযোগের পেছনের জড়িত তা ঠিকভাবে বলতে পারছে না৷ এদিকে বুধবার সকালে ঘটনার খবর পেয়ে কৈলাশহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে৷