নয়াদিল্লি, ১ জুন (হি.স) : গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই নিরাপত্তা বাড়ানোর আবেদন দিল্লি হাইকোর্ট থেকে প্রত্যাহার করে নিল। লরেন্সের পক্ষে উপস্থিত আইনজীবী বলেন, তারা সুরক্ষা চেয়ে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে একটি পিটিশন দায়ের করবেন।
বুধবার বিচারপতি স্বর্ণকান্ত শর্মার বেঞ্চে আবেদনটি তালিকাভুক্ত করা হয়। পিটিশনে বিষ্ণোইয়ের নিরাপত্তা বাড়ানোর দাবি ছিল। বিষ্ণোইয়ের আইনজীবী বলেন, তিনি আশঙ্কা করেছিলেন যে পঞ্জাব পুলিশ জেলে লরেন্সের মুখোমুখি হতে পারে। পিটিশনে আরও বলা হয়েছে, লরেন্স বিষ্ণোই একজন ছাত্র নেতা এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে তাকে পঞ্জাব ও চণ্ডীগড়ের বেশ কয়েকটি মামলায় জড়ানো হয়েছে। তিনি আশঙ্কা করছেন, পঞ্জাব পুলিশ তাকে এনকাউন্টার করতে পারে। পিটিশনে বলা হয়েছে যে লরেন্স বিষ্ণোই মকোকার মামলায় গত এক বছর ধরে তিহার জেলে বন্দি। পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান বা অন্য রাজ্যের পুলিশ তাকে বিভিন্ন মামলায় তাদের হেফাজতে যেতে পারে। প্রসঙ্গত, গতকাল লরেন্স বিষ্ণোইকে দিল্লি পুলিশের বিশেষ সেল একটি মামলায় জিজ্ঞাসাবাদ করছে।