Pm Modi: একবিংশ শতাব্দীর উজ্জ্বল ভারতের জন্য কাজ করতে হবে আমাদের : প্রধানমন্ত্রী

শিমলা, ৩১ মে (হি.স.): ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের জন্য, একবিংশ শতাব্দীর উজ্জ্বল ভারতের জন্য কাজ করতে হবে আমাদের। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রীর কথায়, এমন একটি ভারত যার পরিচয় অভাব নয় আধুনিক হবে। মঙ্গলবার হিমাচল প্রদেশের শিমলার রিজ ময়দানে জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষ্যে এদিন শিমলায় জনসভা করেছেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠান থেকেই ১০ কোটির বেশি কৃষককে ২১ হাজার কোটি টাকার বেশি অর্থ ট্রান্সফার করেছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গেও কথা বলেছেন তিনি।
প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “ভারতের জনগণের সামর্থ্যের সামনে কোনও লক্ষ্যই অসম্ভব নয়। বর্তমানে ভারত বিশ্বের দ্রুত এগিয়ে চলা অর্থনীতির মধ্যে একটি। ভারতে এখন রেকর্ড বিদেশী বিনিয়োগ হচ্ছে। ভারতে রেকর্ড পরিমানে রফতানিও করছে।” প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “আমাদের দেশে যুগ যুগ ধরে ভোট ব্যাঙ্কের রাজনীতি হয়েছে। ভোট ব্যাঙ্কের রাজনীতি দেশের অনেক ক্ষতি করেছে। আমরা ভোটব্যাঙ্ক তৈরি করতে নয়, নতুন ভারত গড়তে কাজ করছি।”

প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “পিএম হাউজিং স্কিম হোক, স্কলারশিপ হোক অথবা পেনশন স্কিম, প্রযুক্তির সাহায্যে আমরা দুর্নীতির সুযোগ কমিয়ে দিয়েছি। যে সমস্যাগুলিকে আগে স্থায়ী বলে ধরে নেওয়া হয়েছিল আমরা সেগুলির স্থায়ী সমাধান দেওয়ার চেষ্টা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *