জাগিরোড (অসম), ৩১ মে (হি.স.) : মরিগাঁও জেলার অন্তর্গত জাগিরোডে এক সড়ক দুর্ঘটনায় জনৈক ছাত্রনেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরেকজন গুরুতরভাবে আহত হয়েছেন।
প্রাপ্ত খবরে প্রকাশ, সোমবার রাতে জাগিরোডের আমলিঘাটে সংঘটিত হয়েছে দুৰ্ঘটনাটি। নিহত ছাত্ৰ নেতাকে তিওয়া ছাত্র সংস্থার জাগিরোড আঞ্চলিক সমিতির সভাপতি সানকিং মাদার বলে শনাক্ত করা হয়েছে। তাঁর বাড়ি জাগিরোডের মাৰ্কংকুচি গ্রামে। রাতে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই ছাত্ৰনেতার মৃত্যু হয়েছে। এই সড়ক দুৰ্ঘটনায় আরেকজন গুরুতরভাবে আহত হয়েছেন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে অকুস্থলে ছুটে যায় জাগিরোড থানার পুলিশ। তাঁরা আহতকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। পাশাপাশি নিহত সানকিং মাদারের মৃতদেহ ময়না তদন্তের জন্য নগাঁও সিভিল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।