নয়ডা, ৩১ মে (হি.স.): উত্তর প্রদেশের নয়ডায় ভয়াবহ আগুন লাগল একটি প্লাস্টিকের ফ্যাক্টরিতে। মঙ্গলবার ভোর চারটে নাগাদ নয়ডা শহরের সেক্টরে ৭ এলাকায় অবস্থিত একটি প্লাস্টিকের কারখানায় ভয়াবহ আগুন লাগে। কারখানার ভিতরে দাহ্য পদার্থ প্রচুর পরিমানে মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের পাঁচটি ইঞ্জিনের প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে কোনও জীবনহানির ঘটনা ঘটেনি।
মুখ্য দমকল অফিসার অরুণ কুমার সিং জানিয়েছে, মঙ্গলবার ভোর চারটে নাগাদ নয়ডা শহরের সেক্টরে ৭ এলাকায় অবস্থিত একটি প্লাস্টিকের কারখানায় ভয়াবহ আগুন লাগে। দাউদাউ করে ফ্যাক্টরির ভিতরে জ্বলতে থাকে আগুন। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আগুন নেভাতে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন, দমকল কর্মীদের প্রচেষ্টায় সকাল ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকল সেফটি অফিসার সঞ্জীব কুমার জানিয়েছেন, আগুন কীভাবে লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।