Covid Infection: কিছুটা কমলেও ২-হাজারের ঊর্ধ্বেই সংক্রমণ, ভারতে সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ

নয়াদিল্লি, ৩১ মে (হি.স.): কোভিড-আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা ফের কমল ভারতে, দৈনিক আক্রান্তের সংখ্যাও কমছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৩৮ জন, এই সময়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। ভারতে দৈনিক সংক্রমণের হার এই মুহূর্তে ০.৬৪ শতাংশ।

বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১৭,৮৮৩-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ১৮৫ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৪ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১৩ লক্ষ ৩৩ হাজার ০৬৪ জন প্রাপক, ফলে ভারতে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ১,৯৩,৪৫,১৯,৮০৫ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ১৯ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৪,৬৬০ জন (১.২২ শতাংশ)। সোমবার সারা দিনে ভারতে সুস্থ হয়েছেন ২,১৩৪ জন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২৬,১৫,৫৭৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৪ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *