আগরতলা, ৩০ মে : বেতনভাতা বঞ্চিত মহিলা পুলিশ ভলান্টিয়ারদের ক্ষোভের বহি:প্রকাশ দেখা গেছে। অভিযোগ, গত ৮ মাস ধরে বেতন পাচ্ছেন না ৫ শতাধিক মহিলা পুলিশ ভলন্টিয়ার্স। আজ বেতনের দাবিতে পুলিশের সদর দপ্তর ঘেরাও করলেন বিক্ষুব্ধ ভলান্টিয়াররা। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের অধীন একটি প্রকল্পে নির্ভয়া ফান্ডের মাধ্যমে বেশ কয়েকমাস পূর্বে ত্রিপুরায় পশ্চিম ও গোমতী জেলায় প্রায় পাঁচ শতাধিক মহিলা পুলিশ ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছিল। নিয়োগ করার সময় তাদেরকে বলা হয়েছিল প্রতি মাসে ১০ হাজার টাকা করে বেতনের পাশাপাশি ১ হাজার টাকা করে সাম্মানিক ভাতা প্রদান করা হবে।
কিন্তু মহিলা পুলিশ ভলান্টিয়ারদের অভিযোগ, নিয়োগের পর এক বছর অতিক্রান্ত হয়ে গেলেও তারা ১০ হাজার টাকা করে বেতন পাননি। সম্মানিক ভাতাও তারা মাত্র ৫ মাস ১ হাজার টাকা করে পেয়েছে। তাই তারা আজ বাধ্য হয়ে পুলিশ সদর দপ্তরের সামনে জড়ো হয়েছেন। তাঁরা এডিশনাল এসপি অনির্বাণ দাসের কাছে ডেপুটেশন প্রদান করেছেন।মহিলা পুলিশ ভলান্টিয়াররা জানান, অতিরিক্ত পুলিশ সুপার তাদেরকে এই বিষয় নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি তাঁকে নিকট লিখিত আকারে বক্তব্য জানাতে বলেছেন। তবেই তিনি বিষয়টি উপর মহলকে অবগত করবেন। মহিলা পুলিশ ভলান্টিয়াররা জানান, এই বিষয় নিয়ে আগামীদিনে তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার প্রয়াস চালাবেন।