শ্রীনগর, ৩০ মে (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় সুরক্ষা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে দু’জন সন্ত্রাসবাদী। নিহত সন্ত্রাসবাদীরা জৈশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের সদস্য ছিল। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে দু’টি একে রাইফেল। পুলিশ জানিয়েছে, জঙ্গিদের গতিবিধির খবর পাওয়ার পর রবিবার সন্ধ্যা থেকে পুলওয়ামা জেলার গুন্ডিপোরা এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী।
চারিদিক থেকে ঘিরে ফেলা হয় ওই এলাকা। সারারাত ধরে চলতে থাকে অভিযান, এরপর সোমবার সকালে কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলওয়ামা এনকাউন্টারে নিকেশ হয়েছে এক সন্ত্রাসবাদী। লুকিয়ে ছিল আরও এক জঙ্গি, পরে দ্বিতীয় জঙ্গিরও মৃত্যু হয়। নিহত জঙ্গিদের মধ্যে একজনের নাম আবিদ শাহ বলে জানা গিয়েছে। গত ১৩ মে পুলিশ কনস্টেবল রিয়াজ আহমেদকে খুনের ঘটনায় জড়িত ছিল ওই জঙ্গি।