বেঙ্গালুরু, ৩০ মে (হি.স.): বেঙ্গালুরুতে আক্রান্ত হলেন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত। সোমবার বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠান চলাকালীন রাকেশ টিকাইতকে লক্ষ্য করে কালো কালি ছোড়া হয়, তাঁর মুখ ভরে যায় কালিতে। চূড়ান্ত বিশৃঙ্খলার ঘটনাও ঘটে, চেয়ার নিয়ে ভেঙে ফেলা হয়। রাকেশ টিকাইতের মুখে কালি ছোড়ার অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগে কৃষক নেতা রাকেশ টিকাইত বলেছেন, “স্থানীয় পুলিশের পক্ষ থেকে এখানে কোনও নিরাপত্তা দেওয়া হয়নি। সরকারের সঙ্গে যোগসাজশে এমনটা করা হয়েছে।” বেঙ্গালুরুর হাইগ্রাউন্ড থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকাইতের ওপর কালো কালি ছোড়ার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাকেশ টিকাইত। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময়, কয়েকজন টিকাইতের সামনে চলে আসে ও কালি ছোড়ে। কালি তাঁর সারা মুখ ভরে যায়। এরপরে অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা দেখা দেয়, চেয়ার তুলে ফেলা দেওয়া, অনেক চেয়ার ভেঙে ফেলা হয়।