Jayant Chaudhary: রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন জয়ন্ত চৌধুরী, সপা ও আরএলডি-র যৌথ প্রার্থী তিনি

লখনউ, ৩০ মে (হি.স.): রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন রাষ্ট্রীয় লোক দলের (আরএলডি) সভাপতি জয়ন্ত চৌধুরী। সমাজবাদী পার্টি (সপা) ও আরএলডি-র যৌথ প্রার্থী তিনি। সোমবার সকালে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের উপস্থিতিতে রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন জয়ন্ত চৌধুরী।

মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য এদিন সকালেই উত্তর বিধানসভা চত্বরে পৌঁছন জয়ন্ত চৌধুরী। এরপর মনোনয়ন সপা ও আরএলডি-র যৌথ প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন তিনি। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর জয়ন্ত চৌধুরী বলেছেন, “আমরা যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেছি। আমি আশাবাদী যে আমাদের জোট এখনও পর্যন্ত যেভাবে শক্তিশালীভাবে লড়াই করেছে, আমরা একসঙ্গে এগিয়ে যাব। অখিলেশ যাদব এবং সপা ও জোটের সমস্ত কর্মীদের ধন্যবাদ জানাই আমি।” উল্লেখ্য, আগামী ১০ জুন রাজ্যসভার ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *