ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ মে।। উত্তরপ্রদেশ চ্যাম্পিয়ন হয়েছে। খেতাবি লড়াইয়ে হকির আঁতুড়ঘর চন্ডিগড়কে হারিয়ে উত্তর প্রদেশ ভারত সেরার খেতাব ছিনিয়ে নিয়েছে। তামিলনাড়ুর কোবিলপট্টি-তে আয়োজিত ১২ তম হকি ইন্ডিয়া জুনিয়র পুরুষ ন্যাশনাল চাম্পিয়নশিপ রবিবারে শেষ হয়েছে। কোবিলপট্টি-তে রবিবার রাতে ফাইনাল ম্যাচে উত্তরপ্রদেশ ২-০ গোলের ব্যবধানে চন্ডিগড়কে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা পেয়েছে। বিজয়ী দল খেলার দুই অর্থে একটি করে গোল করলেও প্রতিরোধের দিকেও যথেষ্ট নজর দেয়। ওই দিন বিকেল চারটায় তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে হরিয়ানা ৩-০ গোলের ব্যবধানে ওড়িশকে পরাজিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল এক- শূন্য গোলে এগিয়ে ছিল। উল্লেখ্য, ১৭ মে থেকে ৩০ দলীয় এই হকি টুর্নামেন্ট শুরু হয়েছিল। সেমিফাইনালে উত্তরপ্রদেশ ২-১ গোলে হরিয়ানাকে হারিয়ে এবং চন্ডিগড় পেনাল্টি শুটআউটে তিন-এক গোলে উড়িষ্যাকে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছিল।
2022-05-30