ফুটবল ও ক্রীড়া প্রতিযোগিতা
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ মে।। রোটারেক্ট ক্লাব অফ আগরতলা সেন্ট্রালের উদ্যোগে আড়ালিয়াস্থিত ডঃ বি আর আম্বেদকর বিদ্যালয়ের প্রাঙ্গণে ডঃ বি আর আম্বেদকর কোচিং সেন্টার এবং রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী রমেশ জৈন-এর সহযোগিতায় এলাকার ফুটবলপ্রেমী ছাত্রদের মধ্যে একটি ভাতৃত্বপূর্ণ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। একই সাথে ছোট শিশুদের মধ্যে কিছু আনন্দদায়ক ক্রীড়া প্রতিযোগিতার ও আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আজ, রবিবারে সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবেকানন্দ সেবা সংস্থার সম্পাদক পার্থ দাস, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়াপ্রেমী সন্তোষ মোদক, রোটারেক্ট ক্লাব সভাপতি সুশান্ত সাহা, সম্পাদক সুজয় সাহা এবং প্রশিক্ষক রতন সাহা প্রমুখ। এই প্রতিযোগিতা ঘিরে এলাকায় বেশ উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বৃষ্টিস্নাত দিনে আয়োজিত ক্রীড়া ও ফুটবল প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উদ্যোক্তারা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।