BRAKING NEWS

টিটিএএডিসি ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, দাবি সাংসদ রেবতী ত্রিপুরার

আগরতলা, ২৮ মে (হি. স.) : তিপরা মথায় অভ্যন্তরীণ কোন্দল ত্রিপুরা জনজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদ ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন সাংসদ রেবতী ত্রিপুরা। তাঁর দাবি, জনজাতি কল্যাণের বদলে নিজেদের স্বার্থ সিদ্ধিতে মজেছেন তিপরা মথার নির্বাচিত জনপ্রতিনিধিরা। তাছাড়া, উন্নয়নের বদলে অনিয়ম হচ্ছে, এমনও অভিযোগ রয়েছে। তাই, বাস্তবের উপর ভিত্তি করে মানুষ বিজেপি-তেই আস্থা খুঁজে পাচ্ছেন। তিপরা মথার জনজাতি ঐক্যের ডাকে সাড়া দেওয়ার বদলে মানুষ বিজেপির পতাকা তলেই ভিড়ছেন।

আজ সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, এডিসি-তে তিপরা মথার কাজকর্মে মানুষ রীতিমত ক্ষুব্ধ। ঢালাও প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করে এখন তাঁরা কাজ করতে পারছে না। কারণ, তাঁদের অভ্যন্তরীণ অবস্থা মোটেও সুবিধার নয়। তাঁর দাবি, তিপরা মথায় আইএনপিটি এবং অন্য দল থেকে যাঁরা যোগ দিয়েছেন সকলের মধ্যে স্বার্থের লড়াই শুরু হয়েছে। ত্রিপুরা সরকার উন্নয়ন খাতে অর্থ বরাদ্দ করছে। অথচ, সেই অর্থ নিয়ে অনিয়ম হচ্ছে। এমনকি দরপত্র বন্টন নিয়েই লড়াই শুরু হয়ে গেছে। ফলে, মানুষ খুবই অল্প সময়ে তিপরা মথার আসল রূপ দেখতে পাচ্ছেন।তাঁর বক্তব্য, গ্রেটার তিপরাল্যান্ডের ডাক দিয়ে মিথ্যা প্রতিশ্রুতি মানুষ উপলব্ধি করতে পেরেছেন। এডিসির অধিবেশনে এখনো এসংক্রান্ত বিল আনতে ব্যর্থ, মৌখিকভাবে ওই দাবি পূরণ সম্ভব হবে না, মানুষ ইতিমধ্যেই বুঝে গেছেন। তাই, তাঁদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *