হাইলাকান্দি (অসম), ২৮ মে (হি.স.) : বৃহস্পতিবার মধ্যরাতে হাইলাকান্দিতে ৩.৫০ কোটি টাকার ব্যাটারি বোঝাই ট্রাক ছিনতাইকাণ্ডের চাঞ্চল্যকর মোড় নিয়েছে। পুলিশ পরিচয় দিয়ে ট্রাকটি ছিনতাই করেছিল ডাকাতেরা। ব্যাটারি-বোঝাই ট্রাক ছিনতাইয়ের সঙ্গে জড়িত অভিযোগে এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে আলগাপুর থানার পুলিশ। ধৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে ট্রাকের চালক আলিব উদ্দিন মোল্লা এবং সহ-চালক ইমতাজুল শেখকে জেলার কালাছড়া এলাকার ঘন জঙ্গলে হাত-পা বাঁধা অবস্থায় পুলিশ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার রাতে ধৃত তিন ডাকাতের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশের তদন্তকারী অফিসার তথা আলগাপুর থানার ওসি মৃণালকান্তি দাস জানান, কাছাড় জেলার শিলচর বাইপাসে তারা নিজেদের পুলিশকর্মী বলে ব্যাটারি বোঝাই ডব্লিউবি ৫১ এ ৩১৭৪ নম্বরের দশ চাকার ট্ৰাকের চালক এবং সহ-চালককে অপহরণ করেছিল। গাড়িটি কোথা থেকে আসছিল বা কোথায় যাবে, সে সবের কিছুই জানত না। কিন্তু ওইদিন (বৃহস্পতিবার) মধ্যরাতে হাইলাকান্দি জেলার অন্তর্গত আলগাপুর বিধানসভা সমষ্টির ৬ নম্বর (সাবেক ১৫৪ নম্বর) জাতীয় সড়কের গুলালিয়া এলাকায় নির্জন রাস্তার পাশে ট্রাক ধরা পড়ে যায়।
ওসি মৃণালকান্তি দাস জানান, এখন পৰ্যন্ত যে পাঁচজনকে গ্ৰেফতার করা হয়েছে তারা রেকিব উদ্দিন মজুমদার, শাকিলুর রহমান মাঝারভুইয়াঁ, আনোয়ার হুসেন লস্কর, আল কেব্ৰিয়া এবং নজমুল হক লস্কর। তিনি জানান, ব্যাটারি-বোঝাই ট্রাক ছিনতাইয়ের সঙ্গে বড়সড় একটি চক্ৰ জড়িত। তাঁরা পাঁচজনকে গ্রেফতারের পাশাপাশি ডাকাতি ও অপহরণে ব্যবহৃত একটি আই-টেন (১০) এবং একটি বলেরো গাড়ি, ৮-টি সিম ভরতি মোবাইল ফোনের হ্যান্ডসেট, একটি ড্যাগার এবং মোটা অঙ্কের নগদ টাকা বাজেয়াপ্ত করেছেন।
প্ৰসঙ্গত, আলগাপুর পুলিশ জানতে পারে, ট্রাকটি তিনদিন আগে কলকাতা থেকে ব্যাটারি নিয়ে অসমের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল। কিন্তু অসমের কাছাড় জেলার শিলচর বাইপাসে ট্রাকটিকে কে বা কারা হাইজ্যাক করে। ট্রাকে প্রায় ৩ কোটি ৫০ লক্ষ টাকার ব্যাটারি রয়েছে।