রাজকোট, ২৮ মে (হি.স.): গুজরাটের রাজকোটের আটকোটে নবনির্মিত মাতুশ্রী কেডিপি মাল্টিস্পেশালিটি হাসপাতালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে মাতুশ্রী কেডিপি মাল্টিস্পেশালিটি হাসপাতালের উদঘাটন করেছেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করার পরই মাল্টিস্পেশালিটি এই হাসপাতাল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। শ্রী প্যাটেল সেবা সমাজ দ্বারা পরিচালিত এই মাল্টিস্পেসালিটি হাসপাতাল।
মাতুশ্রী কেডিপি মাল্টিস্পেশালিটি হাসপাতালে উপলব্ধ সুযোগ-সুবিধা সম্পর্কে অবগত হন প্রধানমন্ত্রী। চিকিৎসা সম্পর্কিত বিভিন্ন সুযোগ সুবিধা নিরীক্ষণ করেছেন তিনি। কথা বলেছেন হাসপাতালের সঙ্গে যুক্ত চিকিৎসক ও অন্যান্য কর্তা ব্যক্তিদের সঙ্গে। আধুনিক সুবিধা সম্পন্ন এই হাসপাতাল ঘুরে দেখার পর খুশি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এদিন একটি জনসভায় বলেছেন, গুজরাট আমাকে যে মূল্যবোধ ও শিক্ষা দিয়েছে, সমাজের জন্য কীভাবে বাঁচতে হয় তা শিখিয়েছে, এজন্য মাতৃভূমির সেবায় কোনও খামতি রাখিনি আমি। প্রধানমন্ত্রী আরও বলেছেন, “কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার দেশের সেবার ৮ বছর পূর্ণ করছে। বছরের পর বছর ধরে, আমরা দরিদ্রদের সেবা, সুশাসন এবং দরিদ্রদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াসের মন্ত্র অনুসরণ করে আমরা দেশের উন্নয়নে নতুন প্রেরণা দিয়েছি।”