নয়াদিল্লি, ২৮ মে হি.স.): কোভিড টিকাকরণ অভিযানের আওতায় নতুন মাইলফলকে পৌঁছল ভারত, দেশে ১৯৩.১৩-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ১৪ লক্ষ ৩৯ হাজার ৪৬৬ জন প্রাপক, ফলে ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত ১,৯৩,১৩,৪১,৯১৮ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৭ মে সারা দিনে ভারতে ৪,৪৭,৬৩৭ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৮৪,৯৩,২৪,৮৩৩-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৪,৪৭,৬৩৭ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,৬৮৫ জন।