Amit Shah: দ্বারকাধীশ মন্দিরে পূজার্চনা অমিত শাহের, দ্বারকায় পরিদর্শন করলেন এনএসিপি

দ্বারকা, ২৮ মে (হি.স.): গুজরাটের দ্বারকায় দ্বারকাধীশ মন্দিরে পূজার্চনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ধর্মীয় আচার ও রীতিনীতি মেনেই শনিবার দ্বারকাধীশ মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের পূজার্চনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মন্দির চত্বরে বেশ কিছু সময় ছিলেন তিনি।

পরে টুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, দ্বারকার পবিত্র ভূমিতে অবস্থিত দ্বারকাধীশ মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন ও পূজার্চনা করে দেশের উন্নতি ও প্রগতির জন্য প্রার্থনা করছি। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যান দ্বারকা জেলার ওখায় ন্যাশনাল একাডেমি অফ কোস্টাল পলিসিং (এনএসিপি)-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *