ত্রিপুরা সহ ছয়টি হাই কোর্টের বিচারপতি বদলি

আগরতলা, ২৭ মে (হি. স.) : ত্রিপুরা সহ ছয়টি হাই কোর্টের বিচারপতি বদলি হচ্ছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমন্নার নেতৃত্বে কলেজিয়ামের বৈঠকে ওই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

কলেজিয়াম প্রস্তাব করেছে, অন্ধ্র প্রদেশ হাই কোর্টের বিচারপতি আহসানুদ্দিন আমানউল্লাহ পাটনা হাই কোর্টে, ওড়িশা হাই কোর্টের বিচারপতি চিত্ত রঞ্জন দাস কলকাতা হাই কোর্টে, ত্রিপুরা হাই কোর্টের বিচারপতি শুভাশীষ তলাপাত্র ওড়িশা হাই কোর্টে, মণিপুর হাই কোর্টের বিচারপতি লানুসুংকুম জমির গুয়াহাটি হাই কোর্টে, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাই কোর্টের বিচারপতি ধীরাজ সিং ঠাকুর বম্বে হাই কোর্টে এবং পুরুসাইন্দ্র কুমার কৌরব মধ্যপ্রদেশ হাই কোর্ট থেকে দিল্লি হাই কোর্টে বদলি হবেন।

ত্রিপুরা হাই কোর্টে বর্তমানে প্রধান বিচারপতি সহ পাঁচ জন বিচারপতি ছিলেন। এখন বিচারপতির সংখ্যা কমে চার জন হচ্ছেন।