নয়াদিল্লি, ২৭ মে হি.স.): কোভিড টিকাকরণ অভিযানের আওতায় ১৯২.৯৭-কোটির মাইলফলক অতিক্রম করল ভারত। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ১৪ লক্ষ ৪১ হাজার ০৭২ জন প্রাপক, ফলে ভারতে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ১,৯২,৯৭,৭৪,৯৭৩ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৬ মে সারা দিনে ভারতে ৪,৬৫,৮৪০ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৮৪,৮৮,৭৭,১৯৬-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৪,৬৫,৮৪০ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,৭১০ জন।