BRAKING NEWS

দলীয় কর্মীদের ঘরে বসে থাকলে চলবে না ঃ মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী দল সিপিআইএম রাজ্যের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য তৎপরতা শুরু করেছে৷ সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে তৎপরতার অঙ্গ হিসেবে বিরোধী দলনেতা মানিক সরকার রাজ্যের বিভিন্ন স্থানে বেড়াতে শুরু করেছেন৷ সিপিআইএম বরিষ্ঠ নেতৃবৃন্দ বিরোধী দলনেতার সফরসঙ্গী হিসেবে রাজ্যের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন৷ শুক্রবার বিরোধী দলের নেতা মানিক সরকার খোয়াই সফর করেন৷ সফরকালে তার সফরসঙ্গী ছিলেন প্রাক্তন মন্ত্রী শহীদ চৌধুরী, সুধন দাস, রতন ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ বিরোধীদলীয় নেতার নেতৃত্বে সিপিআইএমের প্রতিনিধিদল সিপিআইএম বিভাগীয় পার্টি অফিসে যান৷ সেখানে বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ স্থানীয় বিধায়ক সহ অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন৷ সম্প্রতি আগরতলায় সিপিআইএমের রাজ্য কমিটির বৈঠকের সিদ্ধান্ত ক্রমেই বিরোধী দলনেতার এই সফর বলে জানা গেছে৷ খোয়াই সফরকালে বিরোধী দলনেতা মানিক সরকার প্রায় সবকটি বিধানসভা এলাকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন৷ আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে দলীয় নেতাকর্মী সমর্থকদের এখন থেকেই সাংগঠনিক কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য তিনি পরামর্শ দিয়েছেন৷ বিরোধী দলনেতা  পলিটব্যুরোর সদস্য মানিক সরকারের খোয়াই সফরকে কেন্দ্র করে বিরোধী দলের নেতাকর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ সফরকালে বিভিন্ন এলাকায় সিপিএমের নেতা কর্মীদের ওপর শাসকদলের হামলা হুজ্জোতি ঘটনা সম্পর্কেও তিনি বিস্তারিত খোঁজখবর নেন৷ বিরোধী দলনেতা দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন শাসক দল যতই দমন-পীড়ন চালানোর চেষ্টা করুক না কেন দলীয় কর্মীদের কে ঘরে বসে থাকলে চলবে না৷ এখন থেকেই দলীয় কর্মসূচি যথাযথভাবে পালন করে জনগণকে দলীয় ভাবাদর্শে উদ্বুদ্ধ করতে হবে৷ যেকোনো মূল্যে আসন্ন বিধানসভা নির্বাচনে সিপিএমকে রাজ্যের ক্ষমতায় পুনরায় আসীন করার জন্য তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান৷ বিরোধী দলের নেতা মানিক সরকার সহ সিপিএমের বরিষ্ঠ নেতৃবৃন্দ রাজ্যের প্রতিটি জেলা মহকুমা সহ সর্বত্র সফর করে সাংগঠনিক শক্তি বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছেন বলে দলীয় একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *