নয়াদিল্লি, ২৭ মে (হি.স.): বিশ্বের বিভিন্ন দেশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে ভারতও। শুক্রবার দেশবাসীকে আশ্বস্ত করে জানাল আইসিএমআর। আইসিএমআর জানিয়েছে, মাঙ্কিপক্সের প্রেক্ষিতে ভারত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। তবে, দেশে এখনও পর্যন্ত কেউ আক্রান্ত হননি।
ইতিমধ্যেই ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। আইসিএমআর-এর বিজ্ঞানী ডাঃ অপর্ণা মুখোপাধ্যায় জানিয়েছেন, ভারতে এখনও পর্যন্ত মাঙ্কিপক্সে কেউ আক্রান্ত হননি। তবে, সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেছেন, আমাদের অস্বাভাবিক লক্ষণগুলি পর্যবেক্ষণ করা উচিত। যেমন বেশি জ্বর, প্রচুর লিম্ফডেনোপ্যাথি, বড় লিম্ফ নোড, শরীরে ব্যথা, ফুসকুড়ি ইত্যাদি, বিশেষ করে যাদের সংক্রামিত দেশ থেকে ভ্রমণের ইতিহাস রয়েছে।