Farooq Abdullah : জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের আর্থিক তছরূপ মামলায় ফারুক আবদুল্লাহকে তলব করল ইডি

তদন্তের জন্য আগামী ৩১ মে দিল্লিতে হাজির হওয়ার জন্য জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে তলব করেছে। এই মামলায় এর আগেও তাকে ইডি তলব করেছিল

শুক্রবার ন্যাশনাল কনফারেন্স এক টুইট বার্তায় এই সমন নিশ্চিত করেছে। “ইডি জেকেএনসি সভাপতি ডঃ ফারুক আবদুল্লাহকে তলব করা নতুন কিছু নয়, এটি ভারতের সমস্ত বিরোধী দলের জন্য সাধারণ। তিনি এই বিষয়ে তার নির্দোষতা বজায় রেখেছেন এবং তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে সহযোগিতা করেছেন এবং এই ক্ষেত্রেও তা করবেন।” প্রসঙ্গত, এই বছরের মার্চ মাসে ইডি এই মামলায় অভিযুক্তের ৭.২৫ কোটি টাকার সম্পত্তি অস্থায়ীভাবে সংযুক্ত করেছিল।
প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দেওয়া অনুদানে জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন (জেকেসিএ) অনিয়ম রয়েছে বলে অভিযোগ। ২০০২ থেকে ২০১১ সালের মধ্যে জেকেসিএ কোষাগার থেকে ৪৩ কোটি টাকার তহবিলের অনিয়ম রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *