NCB: ড্রাগস-অন-ক্রুজ মামলা: শাহরুখ পুত্র আরিয়ান খানকে ক্লিনচিট দিল এনসিবি

মুম্বই, ২৭ মে (হি.স.) : বলিউড সুপারস্টার শাহরুখ পুত্র আরিয়ান খানকে ড্রাগ-অন-ক্রুজ মামলায় শুক্রবার ক্লিনচিট দিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তাকে গত বছর গ্রেফতার করা হয়েছিল। আরিয়ান খান ছাড়াও মামলায় আরও ১৯ জনকে গ্রেফতার করা হয়েছিল। এই মামলায় ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। দুজন ছাড়া বাকি সব অভিযুক্তই বর্তমানে জামিনে রয়েছেন।

এসআইটির তদন্তের ভিত্তিতে মাদকদ্রব্য ও সাইকোট্রপিক সাবস্টেন্সেস (এনডিপিএস) আইনের বিভিন্ন ধারায় ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে এবং বাকি ছয়জনের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণের অভাবে অভিযোগ দায়ের করা সম্ভব হচ্ছে না। শুক্রবার এই মামলায় বিশেষ এনডিপিএস আদালতে চার্জশিট জমা দিয়েছে এনসিবি।
এদিন এক বিবৃতিতে, এনসিবি জানিয়েছে, “একটি সূত্রের উপর ভিত্তি করে মুম্বই এনসিবি ২০২১ সালের ২ অক্টোবর বিক্রান্ত, ইশমীত, আরবাজ, আরিয়ান এবং গোমিতকে ইন্টারন্যাশনাল পোর্ট টার্মিনালে এবং নূপুর, মোহাক এবং মুনমুনকে আটক করা হয়েছিল। আরিয়ান এবং মোহাক ছাড়া সকল অভিযুক্তদের কাছে মাদকদ্রব্য পাওয়া গিয়েছিল। প্রাথমিকভাবে মামলাটি মুম্বই এনসিবি তদন্ত করে। পরে, ডিডিজি (অপারেশনস) সঞ্জয় কুমার সিংয়ের নেতৃত্বে নয়াদিল্লিতে এনসিবি সদর দফতর থেকে একটি এসআইটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *