নয়াদিল্লি, ২৭ মে (হি.স.) : ড্রোন আমাদের জন্য একটি স্মার্ট সাধনী, খুব শীঘ্রই প্রতিটি নাগরিকের জীবনের অংশ হয়ে উঠতে চলেছে ড্রোন। ড্রোনের সুফল তুলে ধরে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “কৃষি থেকে প্রতিরক্ষা, পর্যটন হোক অথবা স্বাস্থ্যসেবা-ড্রোন দেশের বিভিন্ন সেক্টরে গুণমান এবং বিষয়বস্তু উন্নত করতে সাহায্য করবে।” শুক্রবার দিল্লির প্রগতি ময়দানে ‘ভারত ড্রোন মহোৎসব ২০২২’-এর সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেছেন, “ড্রোন আমাদের কৃষকদের জীবন উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। স্বামিত্ব যোজনা এর একটি বড় উদাহরণ।”
এরপর প্রধানমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী স্বামিত্ব যোজনার অধীনে দেশের গ্রামের প্রতিটি সম্পত্তির ডিজিটাল ম্যাপিং করা হচ্ছে। মানুষকে ডিজিটাল প্রপার্টি কার্ড দেওয়া হচ্ছে। এর ফলে বৈষম্য দূর হবে। এক্ষেত্রে ড্রোন বড় ভূমিকা পালন করেছে।” কৃষকদের সহায়তায় ড্রোনের উপকারিতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, “ড্রোন প্রযুক্তি এখন আমাদের কৃষি সেক্টরকে অনেক উচ্চতায় নিয়ে যাচ্ছে। ড্রোন কৃষকদের চাষাবাদের অনুশীলনগুলিকে অনুকূল করার পাশাপাশি তাঁদের আয় বৃদ্ধিতেও সহায়ক হবে। স্মার্ট প্রযুক্তি নির্ভর ড্রোন এতে দারুণ কাজে আসতে পারে। বিগত ৮ বছরের প্রচেষ্টার দরুণ প্রযুক্তির প্রতি কৃষকদের আস্থা অনেক বেড়েছে।” তরুণ প্রজন্মের কাছে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “ড্রোন সেক্টরে স্টার্টআপ তৈরি করতে এবং প্রযুক্তির মাধ্যমে সাধারণ মানুষকে ক্ষমতায়নের জন্য দেশের তরুণ প্রজন্মকে আমি আহ্বান জানাচ্ছি।”

