আহত হয়েছেন ১৫ জন যাত্রী, তাঁদের মধ্যে ৫ জনের আঘাত গুরুতর। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে মুম্বই-আহমেদাবাদ হাইওয়ের ওপর ওয়াঘোবা ঘাটের কাছে। সকাল ৬টা নাগাদ মহারাষ্ট্র রাজ্য পরিবহন নিগমের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খাদে পড়ে যায়। বাসটি উত্তর মহারাষ্ট্রের জলগাঁও জেলার ভুসাওয়াল থেকে পালঘরের বোইসার যাচ্ছিল।
পুলিশ জানিয়েছে, প্রায় ২৫ ফুট নীচে পড়ে যায় বাসটি, চালক ও কন্ডাক্টর-সহ ১৫ জন ছিলেন ওই বাসে। সকলেই কমবেশি আহত হয়েছেন। ৫ জনের আঘাত গুরুতর। চালকের জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন একজন যাত্রী। তিনি বলেছেন, বাসের চালক মদ্যপ ছিলেন এবং দ্রুততার সঙ্গে বাস চালাচ্ছিলেন। তিনি দাবি করেন, যাত্রীরা কন্ডাক্টরকে চালক পরিবর্তন করার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি তাঁদের অনুরোধে কর্ণপাত করেননি, যার ফলে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, চালক আপাতত হাসপাতালে ভর্তি, সুস্থ হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

