ত্রিপুরা : সহযোগী ছাটাই, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা

আগরতলা, ২৬ মে (হি. স.) : ত্রিপুরায় আইসিডিএস প্রকল্পে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পুরনো সহযোগীকে ছাঁটাই করে নয়া সহযোগী নিয়োগের ঘটনাকে কেন্দ্র করে মান্দাই ব্লকের আর সি এডিসি ভিলেজের লাহার চন্দ্র নগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। প্রতিবাদে এলাকাবাসী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়েছেন। তাতে সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। 

ছাটাই হওয়া সহযোগীর পাশে দাঁড়িয়েছেন এলাকাবাসী। অবিলম্বে তাকে পুনরায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়োগ করার জন্য জোরালো দাবি জানানো হয়েছে। বিনা অপরাধে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহযোগী ছাঁটাই করা বরদাস্ত করা হবে না বলে এলাকাবাসী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। ছাঁটাইয়ের সিদ্ধান্ত প্রত্যাহার করে তাকে পুনরায় নিযুক্ত করা না হলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা খুলে দেওয়া হবে না বলেও তারা হুঁশিয়ারি দেন। 

খবর পেয়ে সিডিপিও অফিস থেকে সুপারভাইজার সুমন রায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছুটে যান। সমস্যা নিয়ে এলাকাবাসীর সঙ্গে তিনি কথা বলেন। এ বিষয়ে সুপারভাইজার সুমন রায় জানান, বিষয়টি সম্পূর্ণভাবে দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপর নির্ভর করছে। যাবতীয় নিয়মকানুন মেনে ইন্টারভিউ গ্রহণ করে নতুন কর্মী নিয়োগ করা হয়েছে বলে তিনি জানান। এখন সমস্যা দেখা দেওয়ায় তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছুটে এসেছেন।

স্থানীয় জনগণের অভিযোগ মেনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হবে বলে তিনি জানিয়েছেন। এ বিষয়ে সুপারভাইজার থেকে আশ্বাস পেয়ে এলাকাবাসী আপাতত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা খুলে দিয়েছেন। তবে, পুরনো কর্মীকে পুনরায় নিযুক্ত করা না ফলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুশিয়ারি দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *