Fire: সেনেগালের হাসপাতালে শর্টসার্কিটের ফলে আগুন, মৃত্যু ১১টি সদ্যোজাত শিশুর

ডাকার, ২৬ মে (হি.স.): সেনেগালের পশ্চিমাঞ্চলীয় শহর টিভাউয়ানে একটি হাসপাতালে আগুনে প্রাণ হারাল ১১টি নবজাতক শিশু। সে দেশের প্রেসিডেন্ট ম্যাকি সল বলেছেন, “সরকারি হাসপাতালের নবজাতক বিভাগে অগ্নিকাণ্ডে ১১টি নবজাতক শিশুর মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত।” রাজধানী ডাকার থেকে প্রায় ১২০ কিলোমিটার পূর্বে টিভাউয়ানে শহরে একটি আঞ্চলিক হাসপাতালের নিও-নেটাল বিভাগে আগুন লাগে, সেই অগ্নিকাণ্ডে ১১টি নবজাতক শিশুর মৃত্যু হয়েছে।

টিভাউয়ানে শহরের মামে আবদু আজিজ সি দাবাখ হাসপাতালে এই মর্মান্তিক আগুন লাগার ঘটনাটি ঘটেছে। সেনেগালের সময় অনুযায়ী বুধবার মধ্যরাতের কিছু আগে ১১টি শিশুর মৃত্যুর দুঃসংবাদ জানান সে দেশের প্রেসিডেন্ট। প্রাথমিকভাবে জানা গিয়েছে, শর্টসার্কিটের কারণেই আগুন লাগে। শহরের মেয়র ডেম্বা দিওপ বলেছেন, “তিনটি শিশুকে বাঁচানো সম্ভব হয়েছে।”