বেঙ্গালুরু, ২৬ মে (হি.স.): হায়দরাবাদে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে গেলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। হায়দরাবাদে না থেকে উড়ে যান বেঙ্গালুরুতে। সেখানে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া ও তাঁর ছেলে ও কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বেঙ্গালুরুতে কে সি আর-কে অভ্যর্থনা জানান এইচ ডি কুমারস্বামী। এরপর বেঙ্গালুরুর বাসভবনে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার সঙ্গে সাক্ষাৎ করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী।
কী কী বিষয়ে এদিন আলোচনা হয়েছে, তা কে সি আর নিজেই জানিয়েছেন। তিনি জানান, জাতীয় ও কর্ণাটকের রাজনীতি নিয়ে আমাদের মধ্যেই আলোচনা হয়েছে। জাতীয় স্তরে একটা পরিবর্তন আসবেই, কেউ তা আটকাতে পারবে না। দেশের কৃষক ও দরিদ্ররা খুশি নেই। শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, মুদ্রাস্ফীতি বাড়ছে ও টাকার মান কমছে।” এইচ ডি কুমারস্বামী এদিন বলেছেন, “তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও একটি বিকল্প ফ্রন্টের জন্য কাজ করছেন, তিনি বেশ কয়েকজন নেতার সঙ্গে দেখা করছেন এবং বিভিন্ন রাজ্য সফর করছেন। তিনি দেশকে বাঁচাতে চান এবং দেশ ও দরিদ্র মানুষের স্বার্থে পরিবর্তন আনতে চান।” প্রসঙ্গত, এদিন হায়দরাবাদের ইন্ডিয়ান স্কুল ও বিজনেসের ২০ বছর উদযাপনের অনুষ্ঠান-সহ বিভিন্ন সরকারি কাজে তেলেঙ্গানায় আসেন মুখ্যমন্ত্রী। আর সে দিনই নিজ রাজ্য ছেড়ে বেঙ্গালুরুতে উড়ে যান কে সি আর।