চলন্ত গাড়ির উপর গাছ পড়ে বিপত্তি, ভবানীপুরে আহত অভিনেত্রী অনন্যা গুহ

কলকাতা, ২৬ মে (হি.স.): চলন্ত গাড়ির উপর গাছ ভেঙে পড়ে বিপত্তি, আহত হলেন টলিপাড়ার অভিনেত্রী অনন্যা গুহ। বৃহস্পতিবার সকালে ভবানীপুরে হাজরা মোড়ের কাছে হঠাৎ করে তাঁর গাড়ির উপর গাছ ভেঙে পড়ে। দুর্ঘটনার পর ছুটে আসেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা, আসে ভবানীপুর থানার পুলিশও। গ্যাস কাটার দিয়ে ভেঙে পড়া গাছ কেটে অভিনেত্রী ও তাঁর বাবাকে উদ্ধার করা হয়।

জানা গিয়েছে, অভিনেত্রীর বাবাই গাড়ি চালাচ্ছিলেন। অভিনেত্রীর হাল্কা চোট লেগেছে বলে সূত্রের খবর। টালিগঞ্জে শ্যটিংয়ের জন্যই যাচ্ছিলেন অভিনেত্রী। পুলিশ জানিয়েছে, গাড়িতে চালকের আশনে বসেছিলেন অভিনেত্রীর বাবা। পিছনের আসনে বসেছিলেন অনন্যা। অনন্যা-র বাবার কথায়, হঠাৎই গাছ ভেঙে পড়ে তাঁদের গাড়ির ওপর। ঠিক সময়ে ব্রেক কষায় অল্পের ওপর দিয়ে বাঁচেন তাঁরা। অসাবধান হলে গাছটি ভেঙে তাঁদের গাড়ির মাঝামাঝি পড়ত। সে ক্ষেত্রেও আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। কপাল জোরে বেঁচে যান তাঁরা। পুলিশ ও উদ্ধারকারী দল বাবা ও মেয়ে দু’জনকে বের করে। হালকা চোট লাগলেও, অভিনেত্রী অক্ষত রয়েছেন। বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ অনন্যা। কৃষ্ণকলির মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় মিঠাই ধারাবাহিকে অভিনয় করছেন অনন্যা।