ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ মে।। দাবার বেশ ক’টি টুর্নামেন্ট সম্প্রতি হতে যাচ্ছে। সবকটি টুর্নামেন্টকেই মুখ্যত: সিলেকশন ট্রায়ালও বলা যাচ্ছে। কেননা জাতীয় স্তরের বেশ কয়েকটা দাবা টুর্নামেন্টকে সামনে রেখে অল ত্রিপুরা দাবা সংস্থা চলতি মে-জুন মাসের মধ্যে একে একে চারটি টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে। ২৯ মে-তে হবে অনূর্ধ্ব সাত বছরের বালক- বালিকাদের দাবা টুর্নামেন্ট। রাজ্য দল বাছাইয়ের সিলেকশন ট্রায়াল। এক্ষেত্রে খুদে দাবাড়ুদের জন্ম তারিখ হতে হবে ১-১-২০১৫ বা তার পর। উল্লেখ্য, এই টুর্নামেন্টে শীর্ষ বাছাইদের তালিকা তৈরি করা হবে রাজস্থানে অনুষ্ঠেয় জাতীয় স্তরের টুর্ণামেন্টে ত্রিপুরার হয়ে প্রতিনিধিত্ব করার জন্য।
আগামী ১৫ থেকে ২০ জুলাই রাজস্থানে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ১১ জুন আগরতলায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব ১৭ বালক-বালিকা বিভাগের সিলেকশন ট্রায়াল। এক্ষেত্রে দাবাড়ুদের জন্ম তারিখ হতে হবে ১-১-২০০৫ অথবা তার পর। এক্ষেত্রেও শীর্ষবাছাইদের নিয়ে গঠিত রাজ্য দল সুযোগ পাবে জাতীয় দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। জাতীয় স্তরের এই প্রতিযোগিতা হবে উড়িষ্যায় ১ থেকে ৯ জুলাই। জুনিয়র অনূর্ধ্ব-১৯ বালক- বালিকাদের সিলেকশন ট্রায়াল হবে ১২ জুন।
এক্ষেত্রে দাবাড়ুদের জন্ম তারিখ হতে হবে ১-১-২০০৩ বা তার পর। নির্বাচিত দাবারুদের নিয়ে গঠিত রাজ্য দল, মহারাষ্ট্রে অনুষ্ঠিতব্য জাতীয় দাবায় অংশগ্রহণের সুযোগ পাবে। মহারাষ্ট্রে জাতীয় দাবার আসর হবে ১২ থেকে ২০ জুলাই। অল ত্রিপুরা দাবা সংস্থার উদ্যোগে অনূর্ধ্ব-১৫ বালক-বালিকাদের মধ্যে অল ত্রিপুরা স্কুল দাবা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এটি হবে ১৯ ও ২০ জুন। দাবারুদের জন্ম তারিখ হতে হবে ১-১-২০০৭ অথবা তার পর। তাতে সেরা তিন জন বালক-বালিকাকে বিনা খরচে চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য ৪৪-তম ‘চেজ অলিম্পিয়াডে’ দর্শক আসনে বসে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ দেখার দারুন সুযোগ দেওয়া হবে।
রাজ্যস্তরের আসন্ন দাবা টুর্নামেন্ট গুলোতে অংশ নিতে ইচ্ছুক দাবারুদের যথাসময়ে অল ত্রিপুরায় দাবা সংস্থার অফিসে যোগাযোগ করে নির্দিষ্ট ফরম পূরণ করে জমা দিতে হবে। অল ত্রিপুরা দাবা সংস্থার পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।

