নয়াদিল্লি, ২৫ মে (হি. স.) : ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহা আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারমনের সাথে সৌজন্যমূলক সাক্ষাত করেছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী হওয়ার এই প্রথম তিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং কেন্দ্রীয় অর্থ মন্ত্রীর সাথে সাক্ষাত করেছেন।

আজ মাতা ত্রিপুরাসুন্দরী মায়ের দর্শন ও ত্রিপুরা সফরের জন্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। আজ সকালে নয়াদিল্লীতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে এক সৌজন্যমূলক সাক্ষাতকারে মিলিত হন সস্ত্রীক মুখ্যমন্ত্রী।
এদিন ত্রিপুরার সার্বিক উন্নয়নের বিষয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং সহযোগিতার অনুরোধ জানান। মুখ্যমন্ত্রী ডাঃ সাহা ‘স্বদেশ দর্শন’ প্রকল্পে অনুমোদিত উদয়পুরের মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির চত্বরের সৌন্দর্যায়ন এবং পরিকাঠামোগত নির্মাণ কাজের বিষয়ে রাষ্ট্রপতিকে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী ডাঃ সাহা রাষ্ট্রপতিকে রাজ্যের চিরাচরিত রিসা পরিয়ে দেন এবং রাজ্যবাসীর পক্ষ থেকে ত্রিপুরাসুন্দরী মন্দিরের একটি রেপ্লিকা স্মারক হিসেবে তুলে দেন। দায়িত্ব নেবার পর রাষ্ট্রপতির সাথে মুখ্যমন্ত্রীর এটাই প্রথম সাক্ষাৎকার।

আজ মুখ্যমন্ত্রী দিল্লি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাত করেছেন। এক টুইট বার্তায় তিনি লেখেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার এই প্রথম দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাত করেছি। ত্রিপুরার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত করার জন্য তাঁর আশীর্বাদ ও সহায়তা চেয়েছি। তিনি আরও লেখেন, ত্রিপুরার উন্নয়নে স্বাস্থ্য, রেলওয়ে, জাতীয় সড়ক, বিমান যোগাযোগ এবং পরিকাঠামো ক্ষেত্রে নতুন প্রকল্পের অনুমোদন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছি।
এদিকে, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সাথে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। ত্রিপুরার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়েছে। আগরতলা-আখাউড়া রেলপথের নিশ্চিন্তপুরে একটি ইন্টিগ্রেটেড চেক পোষ্ট স্থাপন করতে এবং ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করার জন্য বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করতে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন।

সাথে ত্রিপুরায় একটি সৈনিক স্কুল স্থাপনের ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি অনুরোধ জানান। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎকারকালে রিয়াং(ব্লু)শরণার্থীদের পুনর্বাসনের বিষয়টি অতিদ্রুত গুরুত্ব দিয়ে সমাধানের জন্য আলোচনা হয়েছে।
এদিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং’র সাথেও সাক্ষাত করেছেন। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর সাথে আলোচনায় মুখ্যমন্ত্রী জানান, বিআরও ত্রিপুরা থেকে চলে যাওয়ায় আগরতলার কাছে লিচুবাগানে ২৮.৯ একর ও উত্তর ত্রিপুরার পানিসাগরে ২৬.৩২ একর জমি খালি পড়ে আছে। এই দুটো জমি ত্রিপুরা সরকারের কাছে হস্তান্তর করার জন্য মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর কাছে অনুরোধ জানান।

এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী নয়াদিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারমনের সাথেও এক সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন। সাক্ষাতকারে উভয়ের মধ্যে ত্রিপুরার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছে পরিকাঠামো উন্নয়ন প্রকল্প খাতে ১২০০ কোটির নতুন তহবিল, বিশ্বব্যাংক সংযোজিত জনজাতি অধ্যুষিত ব্লকগুলিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিষেবা বিষয়ক প্রকল্পে সহায়তা প্রদানের বিষয়ে আন্তরিক বিবেচনার জন্য অনুরোধ জানান।তাছাড়াও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর ‘এলিমেন্ট’- এনহেনসিং ল্যান্ডস্কেপ এন্ড ইকোসিস্টেম ম্যানেজমেন্ট প্রজেন্ট ইন ত্রিপুরা প্রকল্পে ল্যান্ডস্কেপ ও ইকোসিস্টেম ব্যবস্থাপনা উন্নীতকরণের বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কৌশলগত নীতি অনুসারে আঞ্চলিক সহায়তার চিহ্নিত ক্ষেত্রের প্রকল্প সমূহের দ্রুত রূপায়ণের জন্যও সহায়তা চেয়েছেন।