Yasin Malik: কাশ্মীরের নেতা ইয়াসিন মালিকের ফাঁসি চাইল কেন্দ্রীয় সংস্থা এনআইএ, আজ চূড়ান্ত রায়

নয়াদিল্লি, ২৫ মে (হি.স.) : কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের সাজা বুধবার ঘোষণা করবে আদালত। যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড হতে পারে তাঁর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনএইএ তাঁর মৃত্যুদণ্ড দাবি করেছে। বিচারকের কাছে ইয়াসিনের আইনজীবীর আর্জি, যাবজ্জীবন জেল দেওয়া হোক। অন্যদিকে, ইয়াসিন কোনও আর্জি জানাননি। বলেন, আদালত যা মনে করবে করতে পারে।

এদিকে, ইয়াসিনের সাজা ঘোষণা হবে খবর চাউর হতেই শ্রীনগরের পরিস্থিতি থমথমে হয়ে উঠেছে। অনেক দোকান বাজার বন্ধ হয়ে গেছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে উপত্যকার।
উগ্রপন্থীদের আর্থিক ও অন্যান্য সুবিধা দেওয়ার অভিযোগে এনআইএ-র তদন্তের ভিত্তিতে ইয়াসিনকে দিল্লির একটি আদালত বিচারে আগেই দোষী সাব্যস্ত করে। ওই একই মামলায় লস্কর ই তৈবার হাফিজ শাহিদ এবং হিজবুল মুজাহিদিনের সৈয়দ সালাউদ্দিন সব আরও বেশ কয়েকজন দোষী সাব্যস্ত হয়েছে। তাদের বিরুদ্ধে ইউএপিএ ধারা ছাড়াও ফৌজদারি দণ্ডবিধির ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহের ও অভিযোগ আনা হয়েছিল।