Accident: ওডিশায় পর্যটকদের নিয়ে খাদে পড়ল বাস; মৃত্যু হাওড়ার ৬ বাসিন্দার, আহত ৪২ জন

ভুবনেশ্বর, ২৫ মে (হি.স.): ওডিশার গঞ্জাম-কান্ধামাল সীমানায় কলিঙ্গ ঘাটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল পর্যটকবোঝাই একটি বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের এবং কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন। মৃতদের মধ্যে ৫ জন হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা, একজনের বাড়ি হুগলির জাঙ্গিপাড়ায়। মৃতদের নাম-মৌসুমী দেড়ে (৪০), রিমা দেড়ে (২২), সুপ্রিয়া দেড়ে (৩৫), সঞ্জীব পাত্র (৪০), বর্ণালী মান্না (৩৮) ও স্বপন গুছাইত (রান্নি)। স্বপন গুছাইত হুগলির জাঙ্গিপাড়ার বাসিন্দা।

পশ্চিমবঙ্গ থেকে ওডিশার দারিংবারিতে বেড়াতে এসেছিলেন ৭৭ জন পর্যটকদের একটি দল। তাঁদের অধিকাংশই হাওড়ার বাসিন্দা। মঙ্গলবার রাতে দারিংবারি থেকে বিশাখাপত্তনমের পথে রওনা হয়েছিলেন তাঁরা। মাঝ রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। ওই দুর্ঘটনায় আরও ৪২ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের।
ওডিশার গঞ্জাম এবং কান্ধামাল জেলার সীমান্তে কলিঙ্গঘাটের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বাসটি একটি নদীখাতের ধার বারবার রাস্তা দিয়ে যাচ্ছিল। বাঁকের মুখে এসে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে নীচে নদীখাতে পড়ে যায়। প্রাথমিক ভাবে উদ্ধার কাজে নামেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ এবং দমকলও এসে পৌঁছয়। বুধবার সকাল পর্যন্ত চলে উদ্ধার কাজ। বাসে থাকা ৭৭ জনের মধ্যে ৪০ জন পুরুষ ও ৩০ জন মহিলা ও ৭টি শিশু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *