শ্রীনগর, ২৫ মে (হি.স.): কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে ফের বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায় এনকাউন্টারে নিকেশ হয়েছে ৩ পাকিস্তানী জঙ্গি, নিহত সন্ত্রাসবাদীরা জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের সদস্য ছিল। তবে দুঃসংবাদ হল, জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন প্রাণ হারিয়েছেন জম্মু-কাশ্মীর পুলিশের একজন কর্মী। বুধবার বারামুল্লা জেলার ক্রিরী এলাকার নাজিভাট ক্রসিংয়ে এনকাউন্টার শুরু হয়।
কাশ্মীর পুলিশ জানিয়েছে, জঙ্গিদের গতিবিধির খবর পাওয়ার পর বুধবার সকাল থেকে বারামুল্লা জেলার ক্রিরী এলাকার নাজিভাট ক্রসিং ও সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। চারিদিক থেকে ঘিরে ফেলা হয় ওই এলাকা। পরে পুলিশ জানিয়েছে, এনকাউন্টারে নিকেশ হয়েছে ৩ পাকিস্তানী জঙ্গি। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, বারামুল্লা এনকাউন্টারে খতম হয়েছে ৩ পাকিস্তানী জঙ্গি, সকলেই জইশ-ই-মহম্মদের সদস্য ছিল। জম্মু-কাশ্মীর পুলিশের একজন কর্মী শহিদ হয়েছেন। নিহত জঙ্গিরা বিগত ৩-৪ মাস ধরে ওই এলাকায় সক্রিয় ছিল। কাশ্মীরের আইজিপি জানিয়েছেন, চলতি বছরে এখনও পর্যন্ত কাশ্মীরে নিকেশ হয়েছে ২২ জন পাকিস্তানী জঙ্গি।