Narendra Modi: ২৬ মে হায়দরাবাদ ও চেন্নাই যাচ্ছেন প্রধানমন্ত্রী, একাধিক কর্মসূচি রয়েছে মোদীর

নয়াদিল্লি, ২৪ মে (হি.স.): আগামী ২৬ মে, বৃহস্পতিবার হায়দরাবাদ ও চেন্নাই যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণ ভারতের এই দুই শহরে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। চেন্নাইয়ে ৩১,৪০০ কোটি টাকারও বেশি মূল্যের ১১টি প্রকল্প দেশকে উৎসর্গ ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি হায়দরাবাদে ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস (আইএসবি)-র ২০ বছর পূর্ণ হওয়ার উদযাপনে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী।

মঙ্গলবার প্রধানমন্ত্রী দফতর থেকে বিবৃতিতে জানানো হয়েছে, পরিকাঠামো উন্নয়ন, যোগাযোগ বৃদ্ধি এবং জীবনযাত্রা সহজ করার লক্ষ্যে প্রধানমন্ত্রী চেন্নাইতে ৩১,৪০০ কোটি টাকারও বেশি মূল্যের ১১টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং দেশকে উৎসর্গ করবেন। এই প্রকল্পগুলি আর্থ-সামাজিক সমৃদ্ধিতে উল্লেখযোগ্যভাবে উন্নতিসাধনে সহায়ক হবে। ওই দিনই হায়দরাবাদে ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস (আইএসবি)-র ২০ বছর পূর্ণ হওয়ার উদযাপনে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *