নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ মঙ্গলবার ওএনজিসি সংলগ্ণ এলাকায় আগরতলা জাতীয় সড়কে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুতর ভাবে আহত হয়েছেন৷ দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন দমকল বাহিনীকে খবর দেন৷ দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷ আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ দুর্ঘটনার খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷
এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগন এগয়ে এসে আহতদের উদ্ধার করার কাজে হাত লাগান বলে জানা যায়৷ দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আসলে আহতদের উদ্ধার করে দমকল বাহিনীর গাড়িতে স্থানীয়রাই তুলে দিয়েছেন৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটির চালক দ্রুত গতিতে গাড়ি চালানোর ফলেই নিয়ন্ত্রণ রক্ষা করতে না পারায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে৷
এলাকাবাসী অভিযোগ করেছেন জাতীয় সড়কে অত্যন্ত দ্রুত বেগে যানবাহন চলাচল করে৷ যানবাহনের গতি নিয়ন্ত্রণ এর জন্য প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না বলেও অভিযোগ৷ সে কারণেই জাতীয় সড়কে দুর্ঘটনার মাত্রা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷ দুর্ঘটনায় প্রাণহানি এবং আহতের ঘটনায় ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷

