তেহরান, ২৪ মে (হি.স.) : ইরানে ভেঙে পড়ল যুদ্ধবিমান । মঙ্গলবার সকালে আনারাক জেলায় এফ-৭ মডেলের।একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন। ইরানের বার্তা সংস্থা ইরনা নিউজ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাটি নিশ্চিত করেছে।
আল আরাবিয়া নিউজের প্রতিবেদনে বলা হয়, এফ-৭ মডেলের যুদ্ধবিমানটি নিয়ে তেহরানের দক্ষিণাঞ্চলীয় ইসফাহান প্রদেশে দুজন পাইলট একটি প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন। প্রশিক্ষণে অংশ নিতে গিয়ে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। কি কারণে ঘটনাটি ঘটেছে, খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। খবরে উল্লেখ করা হয়, ইরানে গত কয়েক বছর ধরে বেশ কয়েকটি প্লেন দুর্ঘটনা ঘটেছে। গত ফেব্রুয়ারিতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরেজ শহরের একটি আবাসিক এলাকায় এফ-৫ মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় দুজন ক্রু ও এক সহকারী নিহত হন।