ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ মে।। রাজ্য অনূর্ধ্ব-৭ দাবা প্রতিযোগিতা ২৯ মে। খেলা হবে এন এস আর সি সিতে। রাজ্য দাবা সংস্থার উদ্যোগে হেব আসর। ২৯ জুন সকাল ৯ টায় শুরু হবে প্রথম রাউন্ডের খেলা। আসরে অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের ৩৫০ টাকা এন্ট্রি ফি সহ নাম জমা দিতে রাজ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে। দুই বিভাগের প্রথম ৪ দাবাড়ুকে পুরস্কৃত করা হবে।
2022-05-23