নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ কিল্লা ব্লকের দশরথ দেব মেমোরিয়াল সুকল মাঠে আজ পিএম-কিষাণ, প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্প সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে সুবিধাভোগী ও এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী রামপদ জমাতিয়া, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব, প্রাক্তন এমডিসি জয়কিশোর জমাতিয়া, গোমতী জেলার জেলাশাসক রাভেল হেমেন্দ্র কুমার প্রমুখ৷
মতবিনিময় অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী রামপদ জমাতিয়া বলেন, জনজাতিদের কল্যাণে রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে৷ এই কর্মসূচিগুলি বাস্তবায়নের কাজ করছে সরকার৷ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহার নেতৃত্বে জনজাতি অংশের মানুষের সার্বিক উন্নতি হবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷ কেন্দ্রীয় সরকারের সমস্ত পরিকল্পনাগুলির সঠিক বাস্তবায়নের কাজ চলছে বলেও তিনি জানান৷ বাগমায় রেলস্টেশনের কাজ শুরু করার জন্য তিনি রাজ্য সরকারকে ধন্যবাদ জানান৷
মতবিনিময় অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির সুফল রাজ্যের প্রান্তিক জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে৷ তিনি বলেন, রাজ্যের জাতি জনজাতি অংশের মানুষের কল্যাণে বর্তমান সরকার ধারাবাহিকভাবে কাজ করে আসছে৷ এই সরকার জনতার সরকার৷ রাজ্যের সমস্ত জনজাতিদের সঠিক পথের দিশা দেখিয়েছে বর্তমান সরকার৷ জনজাতিদের সার্বিক উন্নয়নের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ১৩০০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে৷ খুব শীঘ্রই তার বাস্তবায়নে কাজ শুরু হবে৷ কাঞ্চনপুরের রিয়াং শরণার্থী সমস্যা সমাধান করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার৷ এজন্য ৬০০ কোটি টাকার বিশেষ প্যাকেজ দেওয়া হয়েছে৷ এই রিয়াং শরণার্থীদের জন্য শিক্ষা, বাসস্থান, বিদ্যুৎ, জল ইত্যাদির ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ২ লক্ষ ২৮ হাজার ঘর নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে৷ জল জীবন মিশন প্রকল্পে বাড়ি বাড়ি বিনামূল্যে জলের সংযোগ দেওয়ার কাজ চলছে৷ ইতিমধ্যে প্রায় ৫৩ শতাংশ বাড়িতে জলের সংযোগ দেওয়া হয়েছে বলে তিনি জানান৷
তিনি বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবাস, শৌচালয়, বিদ্যুৎ সংযোগ, গ্যাসের সংযোগ, কোভিড টিকাকরণ ইত্যাদি সবকিছু সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার আছে বলেই৷ তিনি বলেন, আগে ত্রিপুরায় রাবার বিক্রি হতো প্রতি কেজি ৯০ টাকা থেকে ১০০ টাকায়৷ কিন্তু বর্তমানে তা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৭০ টাকায়৷ ত্রিপুরার আনারস, বাঁশের বোতল ইত্যাদি আজ আন্তর্জাতিক পরিচয় পেয়েছে৷ ত্রিপুরার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য ১০০টি বিদ্যাজ্যোতি সুকল চালু করা হয়েছে৷ তিনি বলেন, কিল্লা ব্লকে এখন পর্যন্ত ৫ হাজার ৭৪০ জন পিএম- কিষাণ প্রকল্পের সুবিধা পেয়েছেন৷
মতবিনিময় অনুষ্ঠানে জেলাশাসক রাভেল হেমেন্দ্রকুমার জানান, গোমতী জেলায় এখন পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্পে ৬ হাজার ৫৯৪টি পাকা আবাস নির্মাণের কাজ চলছে৷ পিএম-কিষাণ প্রকল্পের আওতায় এসেছে জেলার ৪২ হাজার ২৩৭ জন কৃষক৷ মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি ও কৃষক কল্যাণ দফতরের অধিকর্তা নভোজিত চাকমা৷ মতবিনিময় অনুষ্ঠানের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব ও অন্যান্য অতিথিগণ কিল্লাপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পোষণ অভিযানে সাধ ভক্ষণ অনুষ্ঠানে অংশ নেন৷ এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব সুবিধাভোগী অনন্ত কিশোর জমাতিয়া, করুণা দেবী জমাতিয়া, বৃন্দা রাণী জমাতিয়া সহ অন্যান্য সুবিধাভোগীর সঙ্গে মতবিনিময় করেন৷