নয়াদিল্লি, ২৩ মে (হি.স.): আগামী দু’দিন ভারতের উত্তর-পশ্চিম এবং পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। দেশের উত্তর-পূর্বেও বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দু’দিন জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে পর্যন্ত বৃষ্টি হতে পারে। পূর্বাঞ্চলে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং ওডিশাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে।
সোমবার প্রবল বৃষ্টিতে ভিজেছে রাজধানী দিল্লি, বৃষ্টি হয়েছে হরিয়ানা, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ডে। হিমাচল প্রদেশে আবার তুষারপাত হয়েছে। রাজধানী দিল্লিতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটে ভেঙে পড়ে গাছ, বিঘ্নিত হয় উড়ান পরিষেবা। হরিয়ানার গুরুগ্রামে বৃষ্টিতে রাস্তায় জল জমে যায়। উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশেও এদিন বৃষ্টি হয়েছে।