Football : ঘরোয়া ফুটবলে ঘর গোছালো ফরোয়ার্ড, এগিয়ে চলো, ত্রিবেনী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ মে।। ঘর গুছিয়ে নিলো ফরোয়ার্ড ক্লাব ও এগিয়ে চলো সংঘ। ঘরোয়া ফুটবলের দলবদলের তৃতীয় দিনে। অমিত জমাতিয়া ,রতন কিশোর জমাতিয়া, বিনোদ কুমার জমাতিয়া, আবর্ন হরি জমাতিয়া, সুকান্ত জমাতিয়া, জাবেদ ডারলং থেকে  গেলেন ফরোয়ার্ড ক্লাবেই।

অপরদিকে নতুন করে সুস্থ হরি জমাতিয়া ব্লাডমাউথ থেকে, বয়ার জমাতিয়া এগিয়ে চলো থেকে , জগৎ হরি জমাতিয়া জুয়েলস থেকে ফরওয়ার্ড ক্লাবে সই করলেন। ত্রিবেনী সংঘের হয়ে খেলার জন্য সই করলেন কাওতাল জমাতিয়া, ভত্র সাধন জমাতিয়া, শস্যাংক কুমার জমাতিয়া, সাধন জমাতিয়া,খাওরাং জমাতিয়া, শান্তা জয় রিয়াং, সঞ্জিত দেববর্মা, শিবা দেববর্মা, সহদেব দেববর্মা,  বিপুল দেববর্মা ও সহদেব দেববর্মা, খোচাঙ জমাতিয়া, বাবন দেবনাথ  এবং  মঙ্গল সিং দেববর্মা।

একই ভাবে এদিন প্রিয়া কর্মকার, খুসবু ঠাপা  মহাত্মা গান্ধী প্লে সেন্টার থেকে চলমান সংঘে সই করলেন। এগিয়ে চলোতে এদিন সই করলো স্টিফেন পল ডারলং, বালক সাধন জমাতিয়া, প্রীতম সরকার, অরণ্য কলই, নাইসা জমাতিয়া,করন কলই, বীর নারায়ণ জমাতিয়া, বুদ্ধ দেববর্মা, পারভেজ ভূঁইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *