নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ বর্ডার গোলচক্কর এলাকায় শ্বশুরবাড়িতে আত্মহত্যা করল জামাতা৷ তার নাম কিরণ শংকর দে৷ জানা যায় দীর্ঘদিন ধরেই এসে নানা রোগে ভুগছিল৷ চিকিৎসা করেও সুস্থ হয়ে উঠছিল না৷ সে সপরিবারে শ্বশুর বাড়িতেই থাকতো বলে জানা গেছে৷
মৃত কিরণশঙ্কর দের ভাই জানায় রোগ থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যেই সে ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে অনুমান করা হচ্ছে৷ এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়৷ পুলিশ বর্ডার গোলচক্কর এলাকার ওই বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠায়৷ ফাঁসিতে আত্মহত্যার সংবাদে আত্মীয়-পরিজন সহ স্থানীয় জনমনে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷